বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুরী বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক রায়ের। কয়েকদিন আগেই পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে পুরী গিয়েছিলেন তিনি। কিন্তু ছুটি কাটানো আর হল না।
সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। পুরীর একটি হোটেল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। এসিপি অলোক রায় বর্তমানে কলকাতা পুলিশের ট্রাফিক ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হোটেলের ঘরে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর হোটেলের কর্মীরা স্থানীয় এক চিকিৎসককে খবর দেন।
তিনি এসে ওই পুলিশকর্তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরীর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। কলকাতা থেকে পুলিশের ৪ জনের একটি দল পুরী রওনা দিয়েছেন। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে অলোক রায়ের।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ