হুগলি ঘাট স্টেশনের তলায় পুর কর্মীর মৃতদেহ উদ্ধার
Connect with us

বাংলার খবর

হুগলি ঘাট স্টেশনের তলায় পুর কর্মীর মৃতদেহ উদ্ধার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : হুগলিতে পুর কর্মীর মৃতদেহ উদ্ধার হল। ব্যান্ডেল-নৈহাটি শাখার হুগলি ঘাট স্টেশনের তলায় শনিবার বিকালে হুগলি-চুঁচুড়া পুরসভার কর্মী বাসুদেব কর্মকারের (৫৩) মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

কাপাসডাঙার বাসিন্দা বাসুদেব পুরসভার চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, অত্যধিক নেশা করতেন বাসুদেব। তাঁর ছেলে সোমনাথের অভিযোগ, তাঁর বাবাকে মারধর করা হয়েছে।এটা খুনের ঘটনা। চুঁচুড়া পুরসভার পুর প্রশাসক মন্ডলীর সদস্য পার্থ সাহা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, ‘কী ভাবে মৃত্যু হল, তা পুলিশ তদন্ত করবে। আমরা চাই সত্যি কী হয়েছে, তা বেরিয়ে আসুক।

আজ পুরসভা থেকে বেতন তুলেছিলেন বাসুদেব।তাঁর পকেট থেকে টাকার বান্ডিলও পাওয়া গিয়েছে।পুলিশ জানিয়েছে মৃতদেহ যেখানে পড়ে ছিল সেখানে জমাট রক্ত দেখা গিয়েছে। মুখ দিয়ে রক্তপাত হয়েছে।ওই এলাকায় কোনও গন্ডগোল বা মারামরির খবর কেউ দেয়নি। তবে প্রৌঢ় বাসুদেব হুগলি ঘাট স্টেশনের কাছে প্রায়ই মদ খেতে যেতেন। মৃত্যুর কারণ ও ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement