তুফানগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Connect with us

বাংলার খবর

তুফানগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  আজ তুফানগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জের ১ নং ব্লকের ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের ছটরামপুর এলাকায়। জানা গিয়েছে পরিমল অধিকারী (৩২) নামক ওই ব্যক্তির মৃতদেহ স্থানীয় একটু পুকুর থেকে উদ্ধার হয়।

খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পরিবার সুত্রে জানা গিয়েছে প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার পরিমল বাবু স্থানীয় ছটরামপুর বাজারে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সারা রাত খোঁজাখুঁজির পরও পরিমলবাবুকে খুঁজে পাওয়া যায়নি। আজ ভোরবেলা স্থানীয় এক মহিলা এলাকার একটি পুকুরের ধারে পরিমলবাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় তুফানগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, পরিমল অধিকারীকে খুন করে কেউ ফেলে রেখে গিয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।

Continue Reading
Advertisement