বাংলার খবর
নিউটাউনের অভিজাত আবাসনের ঘরের দরজা ভেঙে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিউটাউনের অভিজাত আবাসনের(রোসডেল গার্ডেন) ঘরের দরজা ভেঙে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ। মৃতের নাম উৎপল পাল।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি উৎপল পাল (৩৯) হুগলির চন্দননগরের বাসিন্দা। নিউটাউনের এই অভিজাত আবাসনেই তিনি থাকতেন এবং একটি বেসরকারি সংস্থায় পরিচারক ও রাঁধুনির কাজ করতেন। রবিবার বিকাল থেকে ডাকাডাকি করছিলেন তাঁর সহকর্মীরা। দীর্ঘক্ষন হয়ে যাওয়ায় কোনও সাড়া না পেয়ে সহকর্মীরাই খবর দেন টেকনো সিটি থানায়।
রবিবার গভীর রাতে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে বিছানার উপর থেকে উৎপল পালের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিধান নগর হাসপাতালে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে তাঁর সহকর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যে সংস্থায় কাজ করতেন উৎপল পাল, সেই সংস্থার সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।