বাংলার খবর
চারদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রায় চার দিন নিখোঁজ থাকার পর গ্রামের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার কোচডিহি গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম শান্তি লোহার।
বয়স ৫২ বছর।বাড়ি কোচডিহি গ্রামে। জানা গিয়েছে, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। উপায় খুঁজে না পেয়ে সোমবার সোনামুখী থানায় পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয়। তারপরেই মঙ্গলবার গ্রামের শামবাঁধ পুকুর থেকে শান্তি লোহার নামের নিখোঁজ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল জলে ডুবে, মৃত্যু নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।