গড়ফায় আবাসনের ছাদ থেকে উদ্ধার পরিচারিকার দেহ
Connect with us

বাংলার খবর

গড়ফায় আবাসনের ছাদ থেকে উদ্ধার পরিচারিকার দেহ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গড়ফার ১৪ নম্বর কালিতলা পার্ক লেনের এক আবাসনের ছাদ থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ আবাসনের বাসিন্দারা ছাদে প্রথম দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই তাঁরা গড়ফা থানায় খবর দেন।

পুলিশ এসে মৃতদেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, মৃতার নাম রুমা ঘোষ। বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। বুধবার কালিতলা পার্ক লেনের ওই বাড়িতে তিনি কাজের জন্য যান। লকডাউনের আগে সেখানেই কাজ করতেন। পরে কাজ ছেড়ে দেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ফের কাজ চাইতে গিয়েছিলেন ফ্ল্যাটের মালিক এইচকে মালাকারের কাছে।

কিন্তু কাজে রাখতে চাননি মালিক। এরপরেই ছাদ থেকে ওই পরিচারিকার দেহ উদ্ধার হয়। যদিও মৃতার পরিবারের বক্তব্য, রুমা ফ্ল্যাটের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। চড়া সুদে সেই টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি। সেই টাকা ফেরৎ দেওয়ার জন্য বাড়ির মালিক চাপ বাড়াচ্ছিল রুমার ওপর। সেই কারণেই রুমাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ।

Advertisement