বাংলার খবর
বাগনানে তিন পূর্ণ বয়স্ক বাঘরোলের মৃতদেহ উদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাওড়ার বাগনানের কালিকাপুর থেকে তিনটি পূর্ণ বয়স্ক বাঘরোলের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার। সাধারণত হাওড়া, হুগলির বিভিন্ন এলাকায় বাঘরোলের দেখা মেলে। সাম্প্রতিক অতীতে মানুষের হাতে বেশ কয়েকটি বাঘরোলের প্রাণ হারানোর ঘটনা সামনে এসেছে৷
হাওড়া জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজু সরকার জানিয়েছেন, পুলিশকে এই বিপন্ন পশুর দেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। এফআইআর করা হয়েছে। তিনি এও বলেছেন, ‘বাগনানের কালিকাপুর থেকে আমাদের বনকর্মীরা বাঘরোলের মৃতদেহগুলো উদ্ধার করেছে। কীভাবে বাঘরোলগুলোর মৃত্যু হল, তা ময়নাতদনতের পরই জানা যাবে।’ সূত্রের খবর, স্থানীয় বনকর্মী ও অফিসাররা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও পরিবেশবিদদের যৌথ প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি বাঘরোল বাঁচানোর সচেতনতামূলক কর্মসূচি শুরু হবে।
বাগনান ১ ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু বাঘরোল হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া দরকার। যারা কাজটি করেছে জঘন্য কাজ করেছে।’ উলুবেড়িয়ার রেঞ্জার রাজেশ মুখোপাধ্যায় বলেছেন, ‘তিন পূর্ণবয়স্ক মৃত বাঘরোল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এগুলি কবে মারা গিয়েছে।’ হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসারের মতে, বিপন্ন প্রজাতির বাঘরোলগুলোকে স্থানীয়রাই মেরে ফেলেছে বলে অনুমানু করা হচ্ছে। এক- দু’জনের নাম সামনে এসেছে। ভারতীয় আইন অনুসারে, বিপন্নপ্রায় পশু হত্যার অপরাধে শাস্তি হবে অপরাধীদের।