বাংলার খবর
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুল ত্রুটির কথা স্বীকার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিয়োগ নিয়ে আবার ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেশ কিছুদিন ধরেই রাজ্যে অন্যতম চর্চার বিষয় স্কুলে নিয়োগে দুর্নীতি। গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’- সব নিয়োগেই দুর্নীতি সামনে এসছে। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ গ্রুপ ‘ডি’ নিয়োগের দুর্নীতি অনুসন্ধানের জন্য সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল।
এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এবং সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দেয় আদালত। এরপর গ্রুপ ‘সি’ মামলায় দুর্নীতির চিত্র সামনে আসে। ভুয়ো নিয়োগের জন্য বেশকিছু জনের বেতন বন্ধ করতে বাধ্য হয় আদালত। এরপর প্রাথমিক নিয়োগের দুর্নীতির খবর সামনে আসে। ২০১৪ সালে প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০১৫ সালে তার টেট পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় বহু পরীক্ষার্থীর খাতায় ভুয়ো নম্বর দেওয়ার অভিযোগ আসে।
পরবর্তীতে ১২ হাজার শিক্ষক নিয়োগ হলেও এখনও ৪ হাজার শিক্ষক নিয়োগ এখনও হয়নি। মামলা গড়ায় আদালতে। প্রাথমিকে ভুয়ো নিয়োগ মামলায় আজ শুনানি ছিল হাইকোর্টে। আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতের কাছে কার্যত স্বীকার করে নিল, টেট পরীক্ষায় কিছু ভুয়ো নম্বর দেওয়ার পাশাপাশি ভুয়ো নিয়োগ হয়েছিল। যাঁরা পরীক্ষায় প্রকৃত পাস করেছিলেন তাঁদের নিয়োগ হয়নি। প্রসঙ্গত, সেই বঞ্চিত প্রার্থীরা গত কয়েক মাস ধরেই ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে এখনও আন্দোলন করে চলেছেন।