রাজনীতি
বাঁকুড়া পৌরসভা দখলের লক্ষে ঝাঁপিয়ে পড়ল বিজেপি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়াতে ব্যাপক সাফল্যের পর পৌরসভা দখলের লক্ষ্যে এবার প্রচারে নেমে পড়ল গেরুয়া শিবির। রবিবাসরীয় সকালে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ২১ নম্বর ওয়ার্ডের চাঁদমারিডাঙ্গা
এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের হাতে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে আপাতত দলীয় প্রতীক এঁকেই প্রচারের দিক থেকে শাসক দলকে পিছনে ফেলতে চাইছেন তাঁরা। প্রসঙ্গত, বিগত ২০১৯ লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূলের ‘হেভিওয়েট’ প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে সাংসদ নির্বাচিত হন বিজেপির ডাঃ সুভাষ সরকার। ঠিক তার তিন বছর পর বিধানসভা নির্বাচনেও বিজেপির দখলে যায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রটি। আর এই দুই নির্বাচনের ফলাফলের নিরিখে বাঁকুড়া পৌরসভার সিংহভাগ আসনে এগিয়ে বিজেপি।
ফলে আসন্ন পৌরভোটে সেই ফলাফলকে ধরে রেখে পৌরসভা দখল করতে মরিয়া গেরুয়া শিবির। রবিবার দেওয়াল লিখনের ফাঁকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, পৌরভোটে বিজেপির প্রার্থী হতে চেয়ে ‘প্রচুর’ আবেদন জমা পড়েছে। এখন দেওয়ালে দেওয়ালে দলীয় প্রতীক আঁকার কাজ চলছে। বাঁকুড়ার মানুষ চাইছেন এবার বিজেপি পৌরবোর্ড গঠন করুক। বর্তমানে পৌরসভার কাজকর্মে মানুষ খুশি নন। বিধানসভার মতো এবার পৌরসভাও বিজেপির দখলে আসতে চলেছে বলে তিনি দাবি করেছেন।