বাংলার খবর
পুরসভা নির্বাচনের ফলাফল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রাজ্যের চার পুরনিগমের ভোটে দেখা গিয়েছে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। একুশের বিধানসভা নির্বাচন থেকে যে হার শুরু হয়েছে গেরুয়া শিবিরের, তা এখনও অব্যাহত। রাজ্যের প্রধান বিরোধী দল থেকে বিজেপি ক্রমশ পিছিয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। কার্যত গেরুয়া শিবিরের অন্তর্কলহ এ ক্ষেত্রে অনেকটাই দায়ী বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই ৪ পুরনিগমের হার নিয়ে শুরু হয়ে গিয়েছে দলীয় চাপানউতোর। তবে মঙ্গলবার সকালে পুরভোটের হার নিয়ে ষড়যন্ত্র, সন্ত্রাস এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি। সূত্রের খবর, বুধবার সকাল ১০ টায় এই মামলার শুনানি হবে। কার্যত আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি থাকা ১০৪ টি পুরসভার ভোট রয়েছে। এবং পরবর্তী ভোটে অবধারিতভাবে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ ও দাবি হাইকোর্টে কতটা মান্যতা পায়, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।