বাংলার খবর
পৌরভোট পিছিয়ে দেওয়ার জন্য কমিশনের দারস্থ বিজেপি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী মাসেই রাজ্যের পৌরসভার দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। চার পুরনিগম এবং ১০৮ পৌরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। ২২ জানুয়ারি শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধান নগর কর্পোরেশনে এবং ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮ পৌরসভায় ভোট হওয়ার কথা।
কিন্তু তারপর দেশে করোনা আক্রান্তর সংখ্যা বাড়তে থাকে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চার পুরনিগমের ভোটের তারিখ ১২ ফেব্রুয়ারি পিছিয়ে দেয় কমিশন। আবার পুরনিগম এবং বাকি পৌরসভার ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনের দারস্থ হল রাজ্য বিজেপি।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক চার পুরনিগম এবং ১০৮ পৌরসভার নির্বাচন। এক বিজেপি নেতৃত্বের দিবি, রাজ্যের বেশিরভাগ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে নির্বাচন কমিশনের উচিত নির্বাচন নির্বাচন পিছিয়ে দেওয়া। এখন নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।