বাংলার খবর
মহিলা ভোটব্যাঙ্ক ধরে রাখতে উত্তর প্রদেশে নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি বিজেপির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত রবিবার প্রয়াত হয়েছেন সুরসম্রাঞ্জী তথা ভারতরত্ন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুর দিনই বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। কিন্তু লতা মঙ্গেশকরের মৃত্যুর জন্য ইস্তেহার প্রকাশ পিছিয়ে দেওয়া হয়। অবশেষে তা প্রকাশ করল বিজেপি।
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে গেরুয়া শিবিরের কাছে পাখির চোখ এই নির্বাচন। কার্যত উত্তরপ্রদেশের ভোট ঝুলিতে ভরার জন্য এবার একগুচ্ছ প্রতিশ্রুতি দিল বিজেপি। মঙ্গলবার বিজেপির তরফ থেকে প্রকাশিত হয় ইস্তাহার। কার্যত এই ইস্তাহারের নাম দেওয়া হয়েছে ‘লোক কল্যাণ সংকল্প পত্র’। এই ইস্তাহারে কৃষকদের জন্য যেমন একাধিক ঘোষণা রয়েছে, ঠিক সেরকমই কলেজ পড়ুয়া থেকে শুরু করে রাজ্যের প্রবীণ নাগরিক এবং বৃদ্ধদের জন্যও একাধিক প্রতিশ্রুতি রয়েছে।
ভূমিহীন কৃষকদের জন্য বিজেপি তাদের ইস্তাহারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছে। একই সঙ্গে কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রী এবং কর্মজীবী মহিলাদের জন্য এবার স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি। পাশাপাশি ইউপিএসসি, পিএসসির মতো গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষায় উত্তরপ্রদেশের মহিলা শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে, উত্তরপ্রদেশে বিজেপি কার্যত মহিলা ভোটব্যাঙ্ক ধরে রাখার ব্যাপারে যে বিশেষ আগ্রহী, তা ইস্তাহারে বিশেষ পরিলক্ষিত।