বাংলার খবর
বাইক চুরির দল ধরা পড়ল পুলিশের হাতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মোটর বাইক রেখে একটু এদিকে ওদিক গেলেই গায়েব হয়ে যেত বাইক। বাইক চুরি যেন রুটিনে পরিণত হয়েছিল। বাইক চুরি শুধু একটি নির্দিষ্ট এলাকার নয় বরং প্রত্যেক এলাকার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে পড়েছিল।
অবশেষে মোটর বাইক চুরিতে বড়সড় সাফল্য পেল পুন্ডিবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, বুধবার রাতে তিনজন বাইক চোরকে ধরেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। তাদের তিন জনের কাছথেকে ছ’টি চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, দুর্গা পুজোর সময় পুন্ডিবাড়ি থানার রাজারহাটের ছড়ার কুঠি এলেকার মদনমোহন দে নামক এক ব্যক্তির বাড়ি থেকে মোটর বাইক চুরি যায়। এর পর ওই ব্যক্তি পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। সেই বাইক চুরির তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ পুন্ডিবাড়ি থানা এলাকার পেস্টাঝার এলাকা থেকে সঞ্জীব দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সঞ্জীবকে জেরা করে আলিপুরদুয়ারের আরও দুই যুবককে গ্রেফতার করে চুরি যাওয়া ছ’টি বাইক উদ্ধার হয়েছে বলে পুন্ডিবাড়ি থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃত তিন যুবককে বৃহস্পতিবার আদালতে তোলা হলে আদালত তিন যুবককে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এদের সাথে বড় কোনও চক্রের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।