বাংলার খবর
ঋণ দেয়নি ব্যাঙ্ক, প্রতিশোধ নিতে ব্যাঙ্কেই আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কারও যদি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার দরকার হয়, ব্যাঙ্কে যান। কিন্তু ব্যাঙ্কে গেলেই কি লোণ পাবেন… ? ঋণ পেতেও পারেন আবার নাও পেতে পারেন। কারন ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কের কিছু নিয়ম কানুন আছে। উপযুক্ত কাগজপত্রের পাশাপাশি কিছু ব্যাংকিং পলিসিও আছে।
সুতরাং যে কোনও যায়গায় শর্ত পূরণ না করতে পারলে পাবেন না ঋণ। সেই রকম শর্ত পূরণ করতে পারেননি কর্ণাটকের হাভেরি জেলার কানাড়া ব্যাঙ্কের এক গ্রাহক। ওই গ্রাহকের নাম ওয়াসিম হাজরাত সাব মোল্লা। বাড়ি হাভেরি জেলার রত্তিহল্লি এলাকায়। ফলে তাঁর আর ঋণ হয়নি। ব্যাঙ্কের অপরাধ ঋণ দিতে না পারা। আর তাই প্রতিশোধ নেওয়ার ফন্দি আঁটতে শুরু করেন ৩৩ বছর বয়সী ওই যুবক। সোমবার রাতে ওই ব্যাঙ্কের জানালা ভেঙে ভিতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ওয়াসিম। দাউদাউ করে জ্বলতে থাকে ব্যাংক। এলাকার মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছুটে আসে দমকল। তারাই আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ব্যাঙ্কের দরকারি নথিপত্র, জিনিস পুড়ে নষ্ট হয়ে যায়। পাঁচটি কম্পিউটার, ফ্যান, আলো, পাসবুক প্রিন্টার, টাকা গোনার মেশিন, ক্যাশ কাউন্টার এমনকি ব্যাঙ্কের নিরাপত্তার জন্য লাগানো বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরাও নষ্ট হয়ে গিয়েছে। সূত্রের খবর, প্রায় ১২ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ছুটে আসে ব্যাঙ্কের লোকজন। খবর দেওয়া হয় থানায়। তদন্ত করতে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ওয়াসিমকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত ওয়াসিম নিজের দোষ স্বীকার করেছেন।