বাংলার খবর
মামার বাড়িতে ঘুরতে এসে শিশুর মৃত্যু!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছোট্ট শিশুটি কয়েকদিন আগেই মায়ের সঙ্গে মামার বাড়িতে ঘুরতে এসেছিল। নাম শিল্পা বর্মণ। বয়স ২ বছর। ঘুরতে এসেই বাধে বিপত্তি। মাত্র দুই বছরেই থেমে গেল শিল্পার জীবন। জলে ডুবে মৃত্যু হল ওই শিশুর।
জানা গিয়েছে, শনিবার বিকেলে খেলতে খেলতে আচমকাই সবার অলক্ষ্যে পুকুরের ধারে চলে যায় শিল্পা এবং পা পিছলে জলে পড়ে যায়। পরিবারের লোকজন তড়িঘড়ি ওই শিশুকে জল থেকে তুলে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা এলাকার কর্ণজোরা ফাঁড়ির শেরপুর গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর গ্রামে। মাত্র দুই দিনের জন্য ঘুরতে মামার বাড়িতে এসে অকালেই স্তব্ধ হয়ে গেল ২ বছরের শিশুর প্রাণ। আকস্মিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।