Uncategorized
পাহাড়ের খাঁজে আটকে থাকা যুবককে উদ্ধার করল সেনাবাহিনী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সঙ্গে নেই খাবার, শীতবস্ত্র। সেই অবস্থায় দুর্গম পাহাড়ের খাঁজে দু’দিন আটকে রইলেন যুবক। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে বুধবার সেই যুবককে উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় সেনা। ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কাড়ের মালামপুঝারের।
সোমবার থেকে আটকে ছিলেন ওই যুবক। অনেক চেষ্টার পর আজ সেই যুবককে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ওই যুবকের নাম আর বাবু (২৩)। তিনি কেরলের বাসিন্দা। তিনদিন আগে দুই বন্ধুর সঙ্গে মালামপুঝার চেরাদ পাহাড়ে উঠছিলেন তিনি। তবে দুই বন্ধু মাঝপথে হাল ছেড়ে দেন। তারপরও শীর্ষে ওঠার চেষ্টা চালিয়ে যান বাবু। একটা সময় পাথরে পা পিছলে যায় তাঁর। নিচে পড়েই যাচ্ছিলেন তিনি। সেই সময় পাহাড়ের একটি ছোট খাঁজে আটকে যান তিনি।
সোমবার থেকে ওভাবেই খাঁজে আটকে ছিলেন বাবু। রাজ্য প্রশাসনের তরফে তাঁকে উদ্ধার করতে ভারতীয় সেনার সাহায্য নেওয়া হয়। অবশেষে এদিন সকালে যুবককে উদ্ধার করেন সেনা জওয়ানরা। পাশাপাশি বায়ুসেনার হেলিকপ্টার ও সেনার পর্বতারোহীদের সাহায্য নেওয়া হয়। সমস্ত বিষয়টি তদারকি করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।