দেশের খবর
জম্মু-কাশ্মীরে দুই জঙ্গিকে খতম করল বাহিনী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রজাতন্ত্র দিবসের দিন এগিয়ে আসতেই দেশে নাশকতার জন্য সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন জঙ্গি বাহিনী। গত কয়েকদিন ধরেই জঙ্গিদের সঙ্গে সীমান্তে গুলির লড়াই হয়েছে সেনা বাহিনীর। বারবার জঙ্গিদের চেষ্টা ব্যর্থ করেছে দেশের সেনা বাহিনী।
সেই রকমই জঙ্গি বাহিনীর চেষ্টা ব্যর্থ করল দেশের সীমান্ত রক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লস্কর-ই-তৈবা সংগঠনের দুই জঙ্গি নিকেশ হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শনিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায় যে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের কিলবাল গ্রামে সন্ত্রাসবাদীরা আত্মগোপন করে আছে। এরপরই ওই এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়।
অভিযানের সময়, পুলিশ ও সেনার যৌথবাহিনীকে লক্ষ্য করে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালায় যৌথবাহিনীও। সেই এনকাউন্টারে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জঙ্গিদের নাম শোপিয়ানের ধানগামের বাসিন্দা সমীর আহমেদ শাহ এবং পুলওয়ামার বাসিন্দা রইস আহমেদ মীর। তাদের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।