বাংলার খবর
রোগী নিয়ে গঙ্গায় তলিয়ে গেল অ্যাম্বুলেন্স! চালক বাঁচলেও জলে ডুবে মৃত্যু রোগীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুর্শিদাবাদের বেলডাঙ্গা-২ ব্লকের শক্তিপুর ফেরিঘাটে নৌকায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোগীকে নিয়ে গঙ্গায় তলিয়ে গেল অ্যাম্বুলেন্স! গাড়ির চালক কোনরকমে বেরিয়ে আসলেও গাড়ির মধ্যে বসে থাকা ৬০ বছর বয়সী রোগী নদীর জলে তলিয়ে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙা -২ এর বিডিও ও রেজিনগর থানার পুলিশ পৌঁছায়। প্রায় তিন ঘণ্টা পর অ্যাম্বুলেন্সটিকে নদী থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া রোগী সারথি মন্ডল শক্তিপুরের গৌরীপুর এলাকার বাদিন্দা। মহিলার দেহ উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোগী সমেত অ্যাম্বুলেন্সটিকে নদী পারাপারের জন্য নৌকায় ওঠানো হচ্ছিল। চিকিৎসার জন্যই তাঁকে অন্য পাড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির ভিতরে রোগী ছিলেন।
গাড়ি ওঠানোর সময় রোগী ভিতরে থাকলেও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন বাইরে ছিলেন। রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স চালক গাড়ি চালানো শুরু করেতেই নৌকায় ওঠানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গঙ্গায় পড়ে যায়। চালক কোনও রকমে বেরিয়ে আসতে পারলেও ওই মহিলা রোগীর মৃত্যু হয়। এলাকাবাসীদের দাবি, শক্তিপুর থেকে বেলডাঙা আসার জন্য সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার ঘুর পথে আসতে হয়। অনেক সময় লাগে। তাই দ্রুত বেলডাঙা স্বাস্থকেন্দ্রে যাওয়ার জন্য রোগীর পরিবার নৌকায় যাতায়াত করে। তাতে সময়ও অনেক কম লাগে।