বাংলার খবর
রায়গঞ্জে আক্রান্তের সংখ্যা বাড়তেই সক্রিয় প্রশাসন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জ শহরে উত্তরোত্তর বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ছোট্ট এই পুর এলাকায় ইতিমধ্যেই ৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ জনের। এই বস্থায় রায়গঞ্জ পৌরসভায় মোট ১১ টি মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
এছাড়াও রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সহ ১৪ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে পথে নেমেছে রায়গঞ্জ পুরপ্রশাসন, পুলিশ ও ব্যবসায়ি সংগঠন। মাইকিঙের মাধ্যমে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হচ্ছে। এই পরিস্থিতিতে পুর নাগরিকদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার আবেদন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। স্যানিটাইজিং করা হচ্ছে স্কুল কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন এলাকায়। তবে রায়গঞ্জ শহরের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। তবুও বিভিন্ন রাস্তাঘাট, বাজার বা জনবহুল এলাকায় সরকারী বিধিনিষেধ না মানার প্রবণতা দেখা দিচ্ছে একশ্রেনীর মানুষের মধ্যে।
উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পূরণ শর্মা জানিয়েছেন, ‘প্রতিটি মানুষকে কোভিড ভ্যাকসিন নিতে হবে। পাশাপাশি প্রত্যেক মানুষের অবশ্যই মাস্ক ব্যবহার করা প্রয়োজন এবং ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে পর্যাপ্ত শয্যা রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যেগুলো আগে কোভিড হাসপাতাল হিসেবে গ্রহন করা হয়েছিল সেগুলোকেও আবার নেওয়া হবে।’