দেশে কমল করোনার পরীক্ষা ও টিকাকরণ
Connect with us

দেশের খবর

দেশে কমল করোনার পরীক্ষা ও টিকাকরণ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ১২ হাজারের ঘরেই রইল দেশের দৈনিক সংক্রমণ। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭২৯ জন।

গোটা অতিমারী পর্বে দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৩ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২১ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৫৯ হাজার ৮৭৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ১.৯০ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা অল্প হলেও বেড়েছে। বাড়লেও তা দেড় লক্ষের নিচেই রয়েছে।

এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৯২২ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষ ৭০ হাজার ৮৪৭ জনের। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৬১ কোটি ৩০ লক্ষ ১৭ হাজার ৬১৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন মাত্র ৫ লক্ষ ৬৫ হাজার ২৭৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা নিয়েছেন মোট ১০৭ কোটি ৭০ লক্ষ ৪৬ হাজার ১১৬ জন।

Advertisement