ভাইরাল খবর
হরিয়ানায় ভয়াবহ ভূমিধস! অন্তত ১৫ জনের চাপা পড়ার আশঙ্কা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বছর শুরুতেই বিপর্যয় হরিয়ানার ভিওয়ানি জেলায়। জানা গিয়েছে, সেখানে খনি অঞ্চলে ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫ জন। এছাড়াও ভূমি ধসের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
অন্যদিকে, একাধিক গাড়িও ভূমি ধসের জেরে চাপা পড়েছে বলে খবর। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হতেই তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার ঘটনাটি ঘটেছে ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম খনি অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খনি অঞ্চলে পাহাড়ের একটি বড় অংশে ফাটলের জেরে ভূমিধস নামে। যদিও ভূমিধসের সঠিক কারণ এখনও জানা যায়নি।
এদিকে খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। প্রসঙ্গত, দূষণের জেরে ওই অঞ্চলে কাজের ওপর নিষেধাঞ্জা জারি করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবারই সেই নিষেধাজ্ঞা উঠতেই শুক্রবার থেকেই ফের কাজ শুরু হয় দাদাম খনি এলাকা এবং খানক পাহাড়িতে। কাজ শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই এদিন দুর্ঘটনা ঘটে।