দেশের খবর
বাংলাদেশে যাত্রীবোঝাই লঞ্চে ভয়াবহ আগুন, মৃত ৩৬, আহত ৯০! নিখোঁজ বহু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক দিন আগেই কপ্টার দুর্ঘটনায় ভারতের প্রথম সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ আরও ১২ জন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। এবার শুক্রবার ভোর তিনটে নাগাদ বাংলাদেশের ঝালকাঠিতে যাত্রীবোঝাই লঞ্চে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে।
৯০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৫ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঝালকাঠি সদর হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। ওই লঞ্চের বেশ কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মহম্মদ জোহর আলি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে সেখানকার জেলা প্রশাসন। খবর পাওয়া গিয়েছে, ‘এমভি-১০ অভিযান’ নামে একটি লঞ্চ প্রায় হাজার খানেক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। সুগন্ধী নদীতে যাওয়ার সময় ওই লঞ্চে আগুন লেগে যায়। পরে লঞ্চটিকে দিয়াকুল গ্রামে নোঙর করানো হয়। আগুন লাগতেই বেশ কয়েকজন যাত্রী নদীতে ঝাঁপ দেন।
তাঁদের মধ্যে যাঁরা সাঁতার জানতেন তাঁরা প্রাণে বেঁচে গেলেও অনেকেই জলে ডুবে গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর সাড়ে পাঁচটার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল আধিকারিকদের। নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।