বাংলার খবর
বিকাশ ভবনে ফের উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থানে চাকরি হারানো শিক্ষকরা

বিকাশ ভবন চত্বরে ফের উত্তেজনা—শুক্রবার সকাল হতেই পুলিশের ব্যারিকেড ভেঙে আবার অবস্থান বিক্ষোভে বসলেন চাকরিচ্যুত ‘যোগ্য’ শিক্ষকরা। তাঁদের একমাত্র দাবি, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। শিক্ষকদের এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের রায়, যার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন।
বৃহস্পতিবার সকালেই মূল গেট ভেঙে বিকাশ ভবনে প্রবেশ করেছিলেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির পর রাতে তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু শুক্রবার সকালেই তাঁরা ফের ফিরে এসে ব্যারিকেড সরিয়ে অবস্থান শুরু করেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ হলেও পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে।
আরও পড়ুন – দেশপ্রেমের এক নিদর্শন! ৮ বছরের শিশু ভাঁড়ভর্তি টাকা নিয়ে হাজির জেলাশাসকের দপ্তরে
এদিকে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। অন্যদিকে, সরকারি সম্পত্তি ক্ষতি, সরকারি কর্মীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের। মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ।
উল্লেখযোগ্যভাবে, কলকাতা হাই কোর্ট ‘যোগ্য’ প্রার্থীদের চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখার নির্দেশ দিলেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেই রায় পুনর্বিবেচনার আবেদন করেছে। ফলে গোটা বিষয়টি এখন বিচারাধীন। তবে আন্দোলনকারীদের দাবি, তাঁরা পুরো মেয়াদের জন্যই চাকরি চান, অস্থায়ী নয়।