বাংলার খবর
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে উত্তেজনা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত কয়েক বছর ধরেই স্কুলের বিভিন্ন পদের চাকরি নিয়ে বিভিন্ন এলাকায় উত্তেজনা এবং বিক্ষোভ সমাবেশ দেখা গিয়েছে। এবার সেই উত্তেজনা দেখা গেল মন্ত্রীর বাড়ির সামনে।
বুধবার সকালে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। জানা যায়, ব্রাত্য বসুর বাড়ির সামনে শরীরশিক্ষা চাকরি প্রার্থীদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল এবং তাঁদের মধ্যে দু’জন বিষ খাওয়ার চেষ্টা করেন। এই নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। লেকটাউন থানার পুলিশ খবর পেয়ে অবশ্য এলাকায় আসে এবং বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা কোনও বিষ খায়নি।
অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তিন বছর ধরে চাকরির দাবি জানালেও তা পূরণ করা হচ্ছে না। লেকটাউন থানাতে গিয়েও চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান, শ্লোগান দেন। সূত্রের খবর, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে চারজন বিক্ষোভকারী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের কাছে বিষ নয়, ছিল কাশির সিরাপ। মোট ২৫ জনকে যশোর রোড এবং কালিন্দী মোড় থেকে আটক করা হয়।