ভাইরাল খবর
বিজেপির অভিযান ঘিরে উত্তেজনা বিধাননগরে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৌরসভা নির্বাচন এগিয়ে আসতেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে রাজ্যে। বাড়ছে কাদা ছোড়াছুড়ি। রাজ্যের যে সমস্ত এলাকায় অশান্তি বাড়ছে তার মধ্যে অন্যতম বিধাননগর। সামনেই ভোট সেখানে। ফলে প্রচার-প্রস্তুতি চলছে জোর কদমে।
গত কয়েকদিন আগেই বিধাননগরে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় দুষ্কৃতিরা। বিজপির পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার বিধাননগর থানা ঘেরাও করে বিজেপি। বিজেপির এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেত্রীবৃন্দ এবং বিজেপি কর্মীরা। বিজেপির কর্মসূচি ঘিরে পুলিশ আগে থেকেই সতর্ক ছিল।
বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি জল কামান, টিয়ার গ্যাসও রাখা ছিল। বিজেপির মিছিল এগিয়ে যেতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার কর্মীদের সতর্ক করছিলেন এবং সংযত থাকতে বলছিলেন। পুলিশ ভিতরে ঢুকতে না দিলে রাস্তায় বসে প্রতিবাদ জানান তিনি। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেই জানান তিনি।