মা হলেন মাশা, সদ্যোজাত সন্তানের কী নাম রাখলেন রুশ টেনিস সুন্দরী?
Connect with us

খেলা-ধূলা

মা হলেন মাশা, সদ্যোজাত সন্তানের কী নাম রাখলেন রুশ টেনিস সুন্দরী?

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২০ সালে আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানানোর পর থেকেই সেই ভাবে আর খবরের শিরোনামে আসেননি মারিয়া শারাপোভা। সেই রুশ টেনিস সুন্দরী শনিবার গোটা বিশ্বকে দিলেন সুখবর। মা হলেন মারিয়া শারাপোভা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই এ খবর জানালেন পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রুশ খেলোয়াড়। দীর্ঘদিন ধরেই ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে সম্পর্ক রয়েছে মাশার। বাগদত্তা গিলকেস এবং সদ্যোজাত পুত্রসন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেওয়ার সঙ্গে সঙ্গেই গোটা বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে মাশার কাছে।

শারাপোভা তাঁর প্রথম সন্তানের নাম রেখেছেন থিওডর। ইনস্টাগ্রামে বাগদত্তা ও সদ্যোজাত পুত্রের সঙ্গে নিজের ছবি পোস্ট করে শারাপোভা লিখেছেন, ‘থিওডর VII•I•MMXXII। ও আমাদের ছোট্ট পরিবারের কাছে সব চেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং এবং মূল্যবান উপহার।’ তিনি যে মা হতে চলেছেন তা গত এপ্রিলেই নিজের মুখে জানিয়েছিলেন ‘সুগারপোভা’ এর মালকিন। নিজের জন্মদিনেই গোটা বিশ্বকে এই সুখবরটা দিয়েছিলেন প্রাক্তন রুশ টেনিস সুন্দরী।

তবে টেনিস কেরিয়ারের শেষের কয়েকটা বছর চরম দুর্বিষহ হয়ে উঠেছিল শারাপোভার কাছে। ডোপিঙের দায়ে নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। না জেনেই নিষিদ্ধ ওষুধ খাওয়ার কথা স্বীকারও করেছিলেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। তারপরও ওয়ার্ল্ড টেনিস অর্গানাইজেশন তাঁকে নির্বাসিত করে। কিন্তু নির্বাসন কাটিয়ে আবারও টেনিস কোর্টে ফিরে সেইভাবে আর দাগ কাটতে পারেননি মাশা। অবশেষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানান তিনি। তারপরই ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

Advertisement

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মারিয়া শারাপোভা। কেরিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিরল নজির গড়েছেন। উইম্বলডন ছাড়াও শারাপোভা ২০০৬ সালে ইউএস ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ও ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের খেতাব জেতেন। একটা সময় মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সঙ্গে শারাপোভার টেনিস কোর্টের লড়াই গোটা বিশ্বের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল।

 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.