দেশের খবর
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামলেন বন দফতরের অস্থায়ী কর্মীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বকেয়া রয়েছে চারমাসের বেতন। সেইসঙ্গে স্থায়ীকরন করা সহ মোট ১২ দফা দাবি নিয়ে মঙ্গলবার গরুমারা অভয়ারণ্যের প্রবেশদ্বারের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করল চারটি রেঞ্জের অস্থায়ী বনকর্মীরা। মঙ্গলবার গরুমারা সাউথ, নর্থ, আপার নেওড়া ও লোয়ার নেওড়া রেঞ্জের প্রায় ৫০ জন অস্থায়ী বনকর্মী এই ধর্মঘটে সামিল হয়েছেন।
স্বাভাবিকভাবেই বনকর্মীদের এই ধর্মঘটে এই চারটি রেঞ্জের কাজ-কর্ম থমকে গিয়েছে। কারণ, যাঁরা আন্দোলনে নেমেছেন, তাঁদের মধ্যে যেমন রয়েছেন রাইনো প্রটেকশন ওয়ার্কার, তেমনি রয়েছেন ক্যাম্প প্রটেকশন ওয়ার্কার। এছাড়াও হাতির মাহুত, পাতাওয়ালা সহ বনকে সুরক্ষা দিতে নানা কাজ কর্মের সঙ্গে যুক্তরাও এই আন্দোলনে সামিল হয়েছেন।
আন্দোলনকারীরা হুমকি দিয়েছেন, এই ধর্মঘটের পরও যদি তাঁদের সমস্যা না মেটে, তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। বনদফতর পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তাতেও বরফ গলেনি। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন অস্থায়ী বনকর্মীরা।