দেশের খবর
প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক নাবালিকা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে আটক হল এক নাবালিকা। তাকে তোলা হল দিনহাটা আদালতে। রবিবার সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ ওই নাবালিকাকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসে।
আসার পথে প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, প্রেমের টানে বাংলাদেশে থেকে দীঘল টারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের ১২৯ ব্যাটেলিয়ানে হাতে আটক হয় ওই নাবালিকা।
এরপর তাকে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, কুচবিহারের তুফানগঞ্জ নিবাসী এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই ওই নাবালিকার প্রেম ছিল। সেই ভালোবাসার টানেই সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল। ধৃত ওই নাবালিকা জানিয়েছে, পরিবারের লোকজন তার অন্য জায়গায় বিয়ের ঠিক করায় তাই সে তার প্রেমিককে বিয়ে করতে ভারতে এসেছিল।