বাংলার খবর
বাড়ি বাড়ি গিয়ে নতুন ছাত্র সংগ্রহের নির্দেশ শিক্ষকদের! কি চাইছে সংসদ ?
নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করতে হবে—এই নির্দেশ জারি করেছে সম্প্রতি, দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
ডিজিটাল ডেস্ক : নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করতে হবে—এই নির্দেশ জারি করেছে সম্প্রতি, দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। নির্দেশনামা অনুযায়ী, সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ কাজে উদ্যোগী হতে বলা হয়েছে।
নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে:
“আপনাকে জানান যাচ্ছে যে, নতুন শিক্ষা বর্ষে আপনার অধীন প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তির বিষয়ে বিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নতুন ছাত্র সংগ্রহের জন্য শিক্ষক মহাশয়দের নির্দেশ প্রদান করতে বলা হচ্ছে।”
এই নোটিশ ঘিরে শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর মতে, এই পদক্ষেপ সমস্যার মূল সমাধান নয়। তিনি প্রশ্ন তুলেছেন, “সরকারি স্কুলগুলিতে যে পরিকাঠামোগত ঘাটতি রয়েছে, তা দূর না করে কেবল শিক্ষকেদের দায়িত্ব চাপিয়ে দিলেই কি সমস্যার সমাধান হবে?”
তিনি আরও বলেন,
“শ্রেণি অনুযায়ী শিক্ষক নেই, গ্রুপ সি ও ডি কর্মীর অভাব। শিক্ষকদের দায়িত্ব ছাত্র আকৃষ্ট করা, কিন্তু পরিকাঠামো উন্নয়ন ও অন্যান্য সমস্যাগুলির সমাধান না হলে অভিভাবকদের ভরসা কীভাবে তৈরি হবে?”
কিংকরবাবুর মতে, যদি স্কুলগুলির পরিবেশ উন্নত হয় এবং পর্যাপ্ত সুবিধা দেওয়া হয়, তবে শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করতে হবে না; ছাত্ররাই স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে আসবে।
আরোও পড়ুন : টোটো চালকদের জন্য গুরুত্বপূর্ণ খবর! উনিশ বিশ হলেই গুনতে হবে জরিমানা
এদিকে, শিক্ষকদের অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, এটি শিক্ষার মান উন্নয়নের পরিবর্তে শিক্ষকদের ওপর অযাচিত চাপ তৈরি করছে। সরকারের উচিত প্রাথমিক বিদ্যালয়গুলির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক নিয়োগ, গ্রুপ সি এবং ডি কর্মী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে। তবে শিক্ষকদের অভিযোগ যে, এই পদ্ধতিতে সমস্যার মূল কারণগুলির সমাধান হচ্ছে না। শিক্ষাব্যবস্থার এই সংকট কাটিয়ে উঠতে সরকারের তরফে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।