খেলা-ধূলা
ভিভো কে সরিয়ে আইপিএল-এর নতুন টাইটেল স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চিনা মোবাইল সংস্থা ‘ভিভো’ কে সরিয়ে আইপিএলের নতুন স্পন্সর হতে চলেছে টাটা গ্রুপ। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর এমনটাই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তিনি বলেছেন, ‘এই বছর চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ।
’ এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এক বছরের জন্যই টাটা গ্রুপের সঙ্গে চুক্তি হতে চলেছে বোর্ডের। ২০২৩ সালে আবারও নতুন করে টাইটেল স্পন্সরের জন্য টেন্ডার ডাকা হবে বলেই বিসিসিআই সূত্রে খবর। টাটা গ্রুপের পক্ষ থেকেও এই চুক্তির কথা স্বীকার করা হলেও কত টাকার চুক্তি হতে চলেছে, তা এখনও জানা যায়নি। আইপিএল টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর সঙ্গে বিসিসিআই-এর ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ হাজার ২০০ কোটি টাকার চুক্তি রয়েছে। কিন্তু ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের কারণে দেশজুড়ে চিনা দ্রব্য বর্জন করার দাবি ওঠে। সেই কারণে ২০২০ সালের আইপিএল-এর টাইটেল স্পন্সর থেকে সরিয়ে দেওয়া হয় ভিভোকে।
সেই বছর আইপিএলের টাইটেল স্পন্সর ছিল ড্রিম ইলেভেন। যদিও ২০২১ সালে টাইটেল স্পন্সর হিসেবে ফিরে আসে ভিভো। কিন্তু, আবারও এই চিনা মোবাইল সংস্থাকে সরিয়ে টাইটেল স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ। এক বছর আগেই ভিভো কে সরিয়ে নিলেও আর্থিক কোনও ক্ষতির মুখে পড়তে হচ্ছে না বিসিসিআইকে। কারণ, বার্ষিক স্পন্সরশীপের ৪৪০ কোটি টাকা বিসিসিআইকে দেবে নতুন স্পন্সর। যার ৫০ শতাংশ থাকবে বিসিসিআইয়ের কাছে। আর বাকি ৫০ শতাংশ পাবে ১০ ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএলে আহমেদাবাদ ও লখনৌ- দু’টি নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে। আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি আইপিএল-এর নিলাম হওয়ার কথা। কিন্তু করোনার কারণে সেই নিলাম হওয়া নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে।