বাংলার খবর
তারকেশ্বর লোকালেই মৃত্যু যাত্রীর!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আপ তারকেশ্বর লোকালেই মৃত্যু হল এক যাত্রীর। হাওড়া তারকেশ্বর আপ লোকাল ট্রেন থেকে এক নিত্য যাত্রীকে অচৈতন্য অবস্থায় সিঙ্গুর স্টেশনে উদ্ধার করে কর্ত্যবরত জিআরপি অফিসাররা। সঙ্গে সঙ্গে তাঁকে সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃত ব্যক্তির নাম তারক কর্মকার (৫০)। বাড়ি হুগলির বৈদ্যবাটিতে। স্থানীয় ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপ হাওড়া-তারকেশ্বর লোকাল রাত ৭.৩০ নাগাদ সিঙ্গুর স্টেশনে ঢোকার সময় হঠাৎই নিত্যযাত্রীরা চেঁচামেচি শুরু করেন। তা শুনে ট্রেন থামিয়ে দেন ড্রাইভার। রেল কর্মীরা গিয়ে দেখেন কামরায় এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। হকার, রেলকর্মী ও জিআরপি’রা তাঁকে উদ্ধার করে স্টেশনে নামায়।
তারপর তাঁকে স্থানীয় সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।। যদিও ট্রেনের এক হকার রজ্ঞিত মালিক জানিয়েছেন, ‘একজন ব্যক্তি মারা গিয়েছেন বলে চেঁচামেচি করছিল নিত্যযাত্রীরা। করোনার ভয়ে প্রথমে কোনও ট্রেন যাত্রী মৃত ব্যক্তির দেহ ধরতে ভয় পাচ্ছিল। আমরা ও রেলকর্মীরা তাঁকে ধরে ট্রেন থেকে নামাই।’ মৃতদেহ ময়না তদন্তের পরেই মৃত্যূর আসল কারণ জানা যাবে বলেই রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।