‘টাপা টিনি’ জ্বরে কাবু বাংলা - দেখুন সেই ভাইরাল ভিডিও
Connect with us

বিনোদন

‘টাপা টিনি’ জ্বরে কাবু বাংলা – দেখুন সেই ভাইরাল ভিডিও

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবারই মুক্তি পেয়েছে বেলাশুরু। কিন্তু এই ছবি মুক্তির অনেক আগেই প্রকাশ্যে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ছবি ‘বেলাশুরু’র গান ‘ইনি বিনি টাপা টিনি’। তার পর থেকেই জনপ্রিয়তার চুড়োয় চড়ছে তা। ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, খ্যাঁদার গাওয়া এই গানে এ বার মাতল কলকাতা বিমানবন্দরও। টিকটক উঠে গিয়েছে বছর দুয়েক আগে! তবে রিল বানানোর কারুকার্য তো আমাদের বাঙালির সেরা। ঘরের বারান্দা থেকে সংস্কৃতি সন্ধ্যা, সবেতেই এবার টাপা টিনি। তবে বিমানসেবিকাদের টাপা টিনি গানে কোমর দোলাতে দেখে রীতিমত অবাক নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Advertisement

সম্প্রতি এই অতিমারির বাজারে কোনও বাংলা ছবির গান এই পর্যায়ে .হিট পেয়েছে কি না তা কেউ বলতে পারছে না। কলকাতা বিমানবন্দরের লাউন্জে আচমকাই এসে জড়ো হতে থাকেন স্পাইস জেটের বিমান সেবিকা ও অন্যান্য স্টাফরা। ব্যাকগ্রাউন্ডে টাপা-টিনি বেজে উঠতেই শরীরি হিল্লোলে মাতিয়ে দেন তাঁরা। আর তাঁর মাঝেই হাজির হলেন এই ছবির অভিনেত্রী মনামি ঘোষ। বেলাশুরু ছবির অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে টাপা-টিনি গানের সিনেমাটিক দৃশ্যে অন্যতম তিনি। ক্রপ টপের সঙ্গে মানানসই পটিয়ালা ধাঁচের ট্রাউজারে মনামীও ছন্দে মাতলেন। এ সব দেখেই যেন ‘ছন্দপতন’ হল যাত্রীদের। খানিকটা থমকে গেলেন। ব্যস্ততা ভুলে মোবাইলে ছবি তুলতে দাঁড়িয়ে পড়লেন অনেকেই। অনেকে আবার মুগ্ধতা নিয়ে আটকে পড়লেন।

কিছুদিন আগেই এই গানের দুকলী গাইতে শোনা গিয়েছিল রানু মণ্ডলকে। একসময় রানাঘাট স্টেশনে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন এই রানু মণ্ডল। ইউটিউবারদের মাঝে এখনো সমান জনপ্রিয় তিনি। প্রায়দিনই তাঁর বাড়িতে ইউটিউবারদের আনাগোনা লেগেই থাকে। তাদের নানান রকম দাবি। তবে সেসবের মধ‍্যে একটা দাবি কমন। রানুর কণ্ঠে নতুন ভাইরাল গান শোনার আর্জি। ‘মানিকে মাগে হিতে’, ‘কাঁচা বাদাম’ এসব এখন অতীত। এবার তাঁর গলায় শোনা গিয়েছে ‘বেলাশুরু’ ছবির সুপারহিট গান ‘টাপা টিনি’।

Advertisement

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.