স্বপ্নের বাইক কিনতে তিন বস্তা ১ টাকার কয়েন নিয়ে শোরুমে হাজির যুবক, তারপর যা হল...
Connect with us

ভাইরাল খবর

স্বপ্নের বাইক কিনতে তিন বস্তা ১ টাকার কয়েন নিয়ে শোরুমে হাজির যুবক, তারপর যা হল…

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘শখ’ দুই অক্ষরের ছোট্ট শব্দ হলেও এই জিনিস পূরণ করতে মানুষ কত কিছুই না করে। আমাদের এই দু’দিনের ছোটো জীবনে নিজেদের শখ আহ্লাদ পূরণ করতেই তো এত কষ্ট করা। আমাদের চারপাশে প্রত্যেক মানুষেরই নিজেদের আলাদা আলাদা নিজস্ব কিছু শখ থাকে। যা পূরণ করতে অনেক সময় তাঁরা বেপরোয়াও হয়ে ওঠে। শুধু তাই নয়, জীবনে এই শখ নামক বিষয়টিকে পূরণ করতে গিয়ে অনেক সময় মানুষ এমন সব কাণ্ড করে ফেলে যা শুনলে বা দেখলে ওঠে হাসির রোল।

আর এমনই একটি হাস্যকর ঘটনার খবর সম্প্রতি প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে। মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, নিজের স্বপ্নের বাইক কিনতে এক যুবক এক টাকার কয়েন ভরতি তিনটি বস্তা নিয়ে ভ্যানে করে হাজির হয়েছে সটান বাইকের শোরুমে। শুধু তাই নয়, ওই তিন বস্তায় ১ টাকার কয়েনের মোট ২লাখ ৬০ হাজার টাকা ছিলো। যা গুনতে ওই শোরুমের কর্মচারীদের প্রায় দশ ঘণ্টা সময় লেগেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Viral Video: কাঁচাবাদামের পর বাজারমাত করছে ‘লেলো ১৫ রুপায় কে ১২ আঙ্গুর’, দেখুন ভিডিয়ো

Advertisement

জানা গিয়েছে, নিজের টাকায় স্বপ্ন পূরণ করতে গত তিনবছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিলেন V Boopathi নামের ওই যুবক। তিনি তামিলনাড়ুর সালেমের বাসিন্দা। এদিন শখের বাইক কিনতে সালেম শহরের Bajaj Dominar 400-এর শোরুমে নিজের তিন বন্ধুকে সঙ্গে করে নিয়ে সেখানে পৌঁছে যান ওই যুবক। আর তারপর মন পছন্দ বাইক কিনে তার বিল মেটাতে গিয়ে যা হল এককথায় তা অবিশ্বাস্য। বলতে হয় শোরুমের কর্মচারীদের ধৈর্য্য আছে। নাহলে টানা ১০ ঘণ্টা বসে থেকে খুচরো পয়সায় ২ লাখ ৭৬০ হাজার টাকা গোনা মুখের কথা। বলা সহজ হলেও কাজে করে দেখানোটা বেশ শ্রমসাধ্য বিষয় ছিল বটে।

আরও পড়ুন: Viral Video: চলন্ত ট্রেনের সামনে মরণঝাঁপ যুবকের, তারপর যা হল

যদিও শেষপর্যন্ত বাইকের দাম বাবদ নগদ ২ লাখ ৬০ হাজার টাকা মেটানোর পর ওই যুবকের হাতে তুলে দেওয়া হয় তাঁর নতুন গাড়ির চাবি। অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে পেরে আবেগে আপ্লুত হয়ে ওঠে ওই যুবকও।

Advertisement