দেশের খবর
ক্লাসে ফোন নিয়ে আসার অপরাধ, ক্ষমা চাইতে বলায় আত্মঘাতী পড়ুয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলেজে ফোন নিয়ে আসায় বন্ধুদের সামনে ছাত্রীকে বকুনি। অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল বছর ১৮-এর কলেজ পড়ুয়া যুবতী। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর তেন্সাকি এলাকায় (Tamilnadu)।
পরিবার ও পুলিশ সূত্রে খবর, ক্লাসের ভিতর ফোন নিয়ে আসায় শনিবার ইন ওই যুবতীকে সকলের সামনে তিরস্কার করেন অধ্যাপক। এমনকি কলেজে ফোন নিয়ে আসার অপরাধে তাঁকে ক্ষমা চেয়ে একটি চিঠিও লিখতে বলেন ওই অধ্যাপক। আর তাতেই অপমানিত হয়ে বাড়ি এসে এদিন নিজের ঘরে গলায় দড়ি আত্মঘাতী হন ওই কলেজ পড়ুয়া।
আরও পড়ুন: অন্তর্বাসের ভিতরে লুকিয়ে ৫২ টি বিষাক্ত সরীসৃপ, যুবকের কান্ডে তাজ্জব বাঘা অফিসাররা
ঘটনায় পরিবারে সদস্যদের অভিযোগ, অভিযুক্ত অধ্যাপক তাঁদের মেয়েকে সকলের সামনে বকাঝকা করায় এবং চিঠি লিখে ক্ষমা চাইতে বলায় এমন কান্ড ঘটিয়েছে সে। মর্মান্তিক এই ঘটনায় এদিন কলেজে গিয়ে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের সদস্যরা। অভিযুক্ত শিক্ষকেরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, ডিসিপি-র গাড়িতে ধাক্কা দেওয়ায় গত ২২ ফেব্রুয়ারি গ্রেফতার হন অনলাইন পেমেন্ট সংস্থার মালিক বিজয় শর্মা (Vijay Sharma)। যদিও পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি।
আরও পড়ুন: ডিসিপি’র গাড়িতে সজোরে ধাক্কা, গ্রেফতার Paytm কর্ণধার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে নিজের (Jaguar Land Rover car) জাগুয়ার ল্যান্ড রোভার গাড়িটি চালাচ্ছিলেন বিজয় শর্মা। সেই সময় দক্ষিণ দিল্লির মাদার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ডিসিপি’র গাড়িতে ধাক্কা মারে জাগুয়ার ল্যান্ড রোভার। সেই সময় গাড়িতে ডিসিপি মেরি জইকারেরা না থাকলেও তখন গাড়িটি চালাচ্ছিলেন ওই পুলিশ কমিশনারের ড্রাইভার দীপক কুমার। তিনিই অভিযুক্ত গাড়ির নম্বরটি নোট করে গোটা বিষয়টি ডিসিপি-কে জানান।