আফিম চাষে না, নয়া ফরমান তালিবান শাসকের
Connect with us

আন্তর্জাতিক

আফিম চাষে না, নয়া ফরমান তালিবান শাসকের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আফিম চাষের উপর এবার নিষেধাজ্ঞা আরোপ করল আফগানিস্তানের তালিবান সরকার। এবার থেকে কাবুলিওয়ালার দেশে আফিম সহ কোনওরকম মাদক দ্রব্যের চাষ করা যাবে না বলে জানিয়েছে Taliban প্রধান Haibatullah Akhundzada।

সোমবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছ, মাদক দ্রব্য চাষের বিষয়ে আফগান জনগণকে সতর্ক করে তালিবান সুপ্রিমো হাইবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ”ইসলাম মাদক দ্রব্য সেবন এবং তা চাষের বিরোধি। সুতরাং এবার থেকে দেশে সবধরণের মাদক দ্রব্য ও আফিম চাষ আর করা যাবে না।” এদিকে তালিবানের এই নয়া ফতোয়ার জেরে বিশ্ববাজারে আফিমের দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সূত্রের খবর, বিশ্ব বাজারে ৮৫ শতাংশ আফিমের যোগানদাতা হল আফগানিস্তান। সেই দেশেই আফিম ব্যান করায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হতে পারে। কারণ আফিম শুধু নেশার দ্রব্য হিসেবেই ব্যবহার করা হয় না। ওষুধ তৈরিতেও কাজে লাগে আফিম। এই বিষয়ে এক বিবৃতিতে তালিবানি প্রধান শাসক আখুন্দজাদা জানিয়েছেন, তালিবান শাসন নেশাকে সমর্থন করে না। যারফলে এবার থেকে দেশে আর কোনওরকম নেশার দ্রব্য আফিম, গাঁজা চাষ করা যাবে না। বিষয়টি যাতে প্রত্যেক আফগানবাসী ভালো করে মনে রাখেন সে কথাও জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: তালিবানের নয়া ফরমান, পুরুষসঙ্গী বিনা মিলবে না বিমান সফরের অনুমতি

শুধু তাই নয়, যদি কেউ নিয়ম লঙ্ঘন করে, তাহলে অবিলম্বে ফসল ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীর সঙ্গে শরিয়া আইন অনুযায়ী আচরণ করা হবে। রবিবার কাবুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি সাংবাদিক বৈঠক করে এই নতুন ফরমান ঘোষণা করা হয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে আফিম ছাড়া অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারির পর থেকে আফগানিস্তানজুড়ে কায়েম হয়েছে তালিবানি শাসন। আর তারপর থেকেই আফগানস্তানিদের উপর জারি হয়েছে একাধিক নিয়মের ফতোয়া। নিজেদের ধর্মীয় গোঁড়ামি,অজ্ঞতা মুছে ফেলে যতই আফগানিস্তান জুড়ে সুশাসন প্রতিষ্ঠার কথা বলুক না কেন তালিবান তাঁরা যে সেই তালিবানেতেই আছে ফের মিলল তার প্রমাণ।

Advertisement

আরও পড়ুন: অস্কার প্রদান অনুষ্ঠানের সঞ্চালক খেলেন চর

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, এবার থেকে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ানে ভ্রমণের ক্ষেত্রে মহিলাদের সঙ্গে থাকতে হবে পুরুষ সঙ্গী নচেৎ মিলবে না ফ্লাইটে ওঠার ছাড়পত্র। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন আজব নির্দেশিকা জারি করা হয়েছে তালিবান শাসকের তরফে। এই বিষয়ে তালিবানের এক মুখপাত্র জানিয়েছেন, যে সমস্ত মহিলারা বিদেশে বা দেশের মধ্যে অন্যত্র পড়াশোনার জন্য যাবেন ফ্লাইটে ওঠার ক্ষেত্রে তাঁদের জন্য পুরুষ সঙ্গী সঙ্গে থাকা একান্ত আবশ্যক।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.