তালিবানের নয়া ফরমান, পুরুষসঙ্গী বিনা মিলবে না বিমান সফরের অনুমতি
Connect with us

আন্তর্জাতিক

তালিবানের নয়া ফরমান, পুরুষসঙ্গী বিনা মিলবে না বিমান সফরের অনুমতি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারির পর থেকে আফগানিস্তানজুড়ে কায়েম হয়েছে তালিবানি শাসন। আর তারপর থেকেই আফগানস্তানিদের উপর জারি হয়েছে একাধিক নিয়মের ফতোয়া। নিজেদের ধর্মীয় গোঁড়ামি,অজ্ঞতা মুছে ফেলে যতই আফগানিস্তান জুড়ে সুশাসন প্রতিষ্ঠার কথা বলুক না কেন তালিবান তাঁরা যে সেই তালিবানেতেই আছে ফের মিলল তার প্রমাণ।

সোমবার আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, এবার থেকে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ানে ভ্রমণের ক্ষেত্রে মহিলাদের সঙ্গে থাকতে হবে পুরুষ সঙ্গী নচেৎ মিলবে না ফ্লাইটে ওঠার ছাড়পত্র। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন আজব নির্দেশিকা জারি করা হয়েছে তালিবান শাসকের তরফে। এই বিষয়ে তালিবানের এক মুখপাত্র জানিয়েছেন, যে সমস্ত মহিলারা বিদেশে বা দেশের মধ্যে অন্যত্র পড়াশোনার জন্য যাবেন ফ্লাইটে ওঠার ক্ষেত্রে তাঁদের জন্য পুরুষ সঙ্গী সঙ্গে থাকা একান্ত আবশ্যক।

আরও পড়ুন:  এখনও কেন দখলে এলো না ইউক্রেন! পুতিনের প্রশ্ন শুনেই হার্টফেল প্রতিরক্ষামন্ত্রীর

Advertisement

এদিকে দেশে তালিবানি শাসন ক্ষমতা কায়েমের আগে নানা প্রতিশ্রূতি দেওয়া হলেও বাস্তবে তার সঙ্গে কোনওটার মিল নেই। এর আগে নারী শিক্ষার অগ্রগতি,মহিলাদের বাইরে গিয়ে কাজের কথা বলা হলেও দেশ দখল করতেই ৯০ ডিগ্রী ঘুরে গিয়ে মেয়েদের হাইস্কুল চিরতরে বন্ধ করে দিয়েছে তালিনবান। সেইসঙ্গে কোনও মহিলাকে যদি বাড়ির বাইরে কাজ করতে যেতে হয় তাহলে তাঁর সঙ্গে রাখতে হবে কোনও পুরুষসঙ্গী অথবা পুরুষ আত্মীয়।

আরও পড়ুন: তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প,হত ১

যদিও যেসব মহিলারা একা থাকেন বা যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাঁদের ক্ষেত্রে উড়ানে চড়ার নিয়মে কি হবে সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তালিবানের তরফে। এর আগেও পার্কে পুরুষসঙ্গী নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তালিবান। তাঁদের নয়া নিয়মে বলা হয়েছে যে, এবার থেকে আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের কোনও উদ্যানে ছেলে বন্ধুকে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না মহিলারা। এছাড়াও পার্কের ভিতরে কোনও অসামাজিক কাজকর্ম, গল্পগুজব বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। এছাড়াও কাবুলের বিভিন্ন পার্কে সপ্তাহে তিনদিন মহিলারা ও বাকি দিনগুলিতে পুরুষরা যেতে পারবে বলে জানানো হয়েছে।

Advertisement