ভাইরাল খবর
তিন মাসের মধ্যেই খুলে যাবে টালা ব্রিজ! পরিদর্শনের পর জানালেন পূর্তমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ৩ মাসের মধ্যেই টালা ব্রিজ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। শুক্রবার ব্রিজ পরিদর্শনের পর একথা জানিয়েছেন পূর্তমন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, টার্গেট ছিল ফেব্রুয়ারির মধ্যেই ব্রিজ খুলে দেওয়া হবে।
করোনা আবহে কাজ কিছুটা ব্যাহত হয়েছে। যদিও ৩ মাসের মধ্যেই টালা ব্রিজ খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে টালা ব্রিজ৷ উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু এটি। শুধু তাই নয়, কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনার সড়ক যোগাযোগের অন্যতম রাস্তা টালা ব্রিজ। শুক্রবার পূর্তমন্ত্রী মলয় ঘটক এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ সেতুর কাজ পরিদর্শন করেন।
সেখানে মলয় ঘটক জানান, গোটা প্রকল্পে ৪৬৮ কোটি টাকা খরচ হচ্ছে ৷ যার মধ্যে শুধু সেতুর জন্য ৩৪৮ কোটি টাকা খরচ হচ্ছে ৷ দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। রেললাইনের ওপর দিয়ে ব্রিজের কাজ করা নিয়ে রেলের সঙ্গে যে জটিলতা তৈরি হয়েছিল, তাও মিটে গিয়েছে। আশা করা হচ্ছে, আর ৩ মাস পরেই এই সেতু ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।