আন্তর্জাতিক
৪ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অন্যান্য দিনের থেকে ৪ জানুয়ারি দিনটি কেন আলাদা ও বিশেষ, তা দেখে নেওয়া যাক।
আজকের দিনে যে সকল মহান ব্যক্তির জন্মদিন-
১৯৫৭ সালের ৪ ডিসেম্বর ভারতীয় প্লেব্যাক গায়ক, গীতিকার, কোরিওগ্রাফার এবং অভিনেতা গুরদাস মান জন্মগ্রহণ করেন। প্রধানত পঞ্জাবি ভাষার সঙ্গীত এবং চলচ্চিত্রের সঙ্গে যুক্ত তিনি। ১৯৬৪ সালের আজকের দিনে বলিউডের চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক আদিত্য পাঞ্চোলি জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ৪ জানুয়ারি ভারতীয় গায়ক ও চলচ্চিত্র অভিনেতা প্রশান্ত তামাং-এর জন্মদিন। ১৯৮৭ সালের আজকের দিনে ঐশ্বরিয়া সাখুজা জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও পরে অভিনয় জগতেও পা রাখেন।
১৯২৫ সালের আজকের দিনে গোপালদাস নীরজ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় কবি এবং হিন্দি সাহিত্যের লেখক। বিশিষ্ট অভিনেতা প্রদীপ কুমার ১৯২৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিন্দি, বাংলা এবং ইংরেজি চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ১৯৩১ সালের এই দিনটি বলিউড অভিনেত্রী নিরূপা রায়ের জন্মদিন। ১৯৪১ সালের ৪ জানুয়ারি অঞ্জনা মুমতাজ জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী। হিন্দি, মারাঠি, গুজরাতি মিলিয়ে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী-
১৯৮৬ সালের এই দিনে জামশেদ বোমান হোমি ওয়াদিয়ার মৃত্যু হয়েছিল। তিনি ছিলেন একজন বলিউড চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক এবং ওয়াদিয়া মুভিটোন স্টুডিওর প্রতিষ্ঠাতা। আজ বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের মৃত্যু দিন। ১৯৯৪ সালের ৪ ডিসেম্বর তিনি প্রয়াত হন। ২০০৯ সালের আজকের দিনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার প্রয়াত হয়েছিলেন।