আন্তর্জাতিক
আজ ২৫ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের দিনটি অন্যান্য দিনের থেকে কেন আলাদা ও বিশেষ, তা জেনে নিন।
আজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন:
বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ১৯ শতকের জনপ্রিয় বাঙালি কবি ও নাট্যকার। ১৯৫৮ সালের আজকের দিনে ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র প্লেব্যাক গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি, তেলেগু, মারাঠি, ইংরেজি, তামিল, মালয়ালম, গুজরাতি, উর্দু, কন্নড় ভাষায় গান গেয়েছেন। ১৯৬৯ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক এবং প্রযোজক কবিতা রঞ্জিনী জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন শারিব হাশমি। তিনি বলিউড অভিনেতা এবং অস্কার বিজয়ী সিনেমা স্লামডগ মিলিয়নিয়ারের জন্য বিশেষ পরিচিত।
১৯৮৮ সালের আজকের দিনে ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার চেতেশ্বর পূজারা জন্মগ্রহণ করেন। টেলিভিশন উপস্থাপক এবং কন্নর অভিনেত্রী অনুশ্রী ১৯৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালের আজকের দিনে ভারতীয় টেলিভিশন অভিনেতা বিশাল আদিত্য সিং জন্মগ্রহণ করেন। যিনি চন্দ্রকান্তে রাজা বীরেন্দ্র প্রতাপ সিঙের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। এবং বর্তমানে তিনি বিগ বস ১৩ এর প্রতিযোগী। ১৯৯০ সালের ২৫ জানুয়ারি চলচ্চিত্র অভিনেত্রী পূজা সাওয়ান্ত জন্মগ্রহণ করেন। তিনি মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৯৮৬ সালের আজকের দিনে পরিচালক ও প্রযোজক এসডি নারাং প্রয়াত হন। তিনি দিল্লি কা ঠগ (১৯৫৮), সাগাই (১৯৬৬) এবং দো ঠগ (১৯৭৫) এর জন্য পরিচিত। ১৯৪৬ সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক ভিসি দেশাই।
আর যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:
১৯২৪ সালের আজকের দিনে ফ্রান্সের চ্যামোনিক্সে প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের আজকের দিনে হিমাচল প্রদেশ ১৮তম রাজ্যে পরিণত হয়। ১৯৮৩ সালের আজকের দিনে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন দেওয়া হয় আচার্য বিনোভা ভাবেকে। জাতীয় পর্যটন দিবস হিসাবে ২৫ জানুয়ারি দিনটি পালিত হয়। আজ সারাদেশে জাতীয় ভোটার দিবস পালিত হয় ।