আন্তর্জাতিক
২৪ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ২৪ জানুয়ারি দিনটি কেন এবং কোন কোন কারণে বিশেষ, তা জেনে নেব।
আজ যাঁদের জন্মদিন:
১৯১৪ সালের ২৪ জানুয়ারি রাজনীতিবিদ শাহ নওয়াজ খান জন্মগ্রহণ করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯২৭ সালের আজকের দিনে আপ কি কসম, আকরামন, আশিক হুঁ বাহারো কা, আখির কিয়নের মতো চলচ্চিত্রের পরিচালক জেওম প্রকাশ জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রযোজকও ছিলেন। ১৯৪৫ সালের ২৪ জানুয়ারি দিনটি হিন্দি সিনেমার প্রখ্যাত পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার সুভাষ ঘাইয়ের জন্মদিন।
১৯৫৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন অনিল আগরওয়াল। যিনি বেদান্ত রিসোর্সেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ১৯৮১ সালের আজকের দিনে সুচিত্রা সেনের ছোট নাতনি ও মুনমুন সেনের কন্যা রিয়া সেন জন্মগ্রহণ করেন। তিনি অভিনেত্রী এবং মডেল। ১৯৮২ সালের আজকের দিনে রাহুল ভাট জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ফিটনেস প্রশিক্ষক এবং অভিনেতা। তিনি চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট ও কিরণ ভাটের ছেলে।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী
১৯৬৬ সালের আজকের দিনে ভারতীয় পারমাণবিক পদার্থবিদ হোমি জে ভাভা আজকের দিনে প্রয়াত হন। তিনি একজন ভারতীয় পারমাণবিক পদার্থবিদ, পরিচালক, এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। ১৯৯১ সালের আজকের দিনে পদ্মরাজন প্রয়াত হন। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার এবং লেখক ছিলেন। তিনি মালায়ালম সাহিত্য এবং মালায়ালম সিনেমায় যুগান্তকারী কাজের জন্য পরিচিত। ২০১১ সালের আজকের দিনে হিন্দুস্তানি শাস্ত্রীয় ঐতিহ্যের কর্ণাটকের ভারতীয় কণ্ঠশিল্পী ভীমসেন প্রয়াত হন।
যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়
১৮৫৭ সালের আজকের দিনেই কলকাতা বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালের আজকের দিনেই জন গণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। ১৯৮৫ সালের আজকের দিনে ১৫ তম স্পেস শাটল মিশন- ডিসকভারি ৩ চালু হয়। ২৪ জানুয়ারি দিনটি জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে পালন করা হয়।