খেলা-ধূলা
১৭ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের দিনটির বিশেষত্ব কী, তা জেনে নিন।
আজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তির জন্মদিন:
জাভেদ আখতার হলেন একজন বিশিষ্ট কবি ,রাজনৈতিক কর্মী, গীতিকার এবং চিত্রনাট্যকার। ১৯৪৫ সালের ১৭ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালের আজকের দিনে বলিউড অভিনেতা নীতেশ পান্ডের জন্ম হয়। ১৯৯১ সালের আজকের দিনে অভিনেত্রী এবং মডেল দিশা পান্ডের জন্ম হয়। ১৪৭১ সালের আজকের দিনে বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট কৃষ্ণদেবরায় জন্মগ্রহণ করেছিলেন। ১৮৮৮ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বাবু গুলারায়। যিনি আধুনিক হিন্দি সাহিত্যের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন।
১৯১৩ সালে পাতিয়ালার নবম এবং শেষ মহারাজা স্যার যাদবিন্দর সিং জন্মগ্রহণ করেছিলেন। ১৯১৭ সালের আজকের দিনে মারুথুর গোপালন রামচন্দ্রন জন্মগ্রহণ করে ছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি দশ বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯১৮ সালের এই দিনটি কামাল আমরোহির জন্মদিন। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। ১৯৪১ সালের আজকের দিনে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব থিয়েটার শিল্পী হেইসনাম কানহাইলাল জন্মগ্রহণ করেছিলেন ।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৯৮৮ সালের ১৭ জানুয়ারি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী লীলা মিশ্র পরলোকগমন করেন। ২০১০ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রয়াত হন। ২০১৪ সালের আজকের দিনেই প্রয়াত হন স্বনামধন্যা অভিনেত্রী সুচিত্রা সেন। অসংখ্য বাংলা সিনেমা ছাড়াও তিনি একাধিক হিন্দি সিনেমাতেও কাজ করেছিলেন।
যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:
১৯৮০ সালের আজকের দিনে নাসা ফ্লটস্টক-৩ চালু করে। ২০১৯ সালের আজকের দিনে ভারতীয় আধ্যাত্মিক নেতা রাম রহিম সিং এবং তাঁর দুই সহযোগীকে একজন সাংবাদিককে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তাঁদের মধ্যে একজন এই সম্প্রদায়ের যৌন নির্যাতনের কথা প্রকাশ করেন।