আন্তর্জাতিক
১৪ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ১৪ জানুয়ারি। উদ্বেগজনক করোনা পরিস্থিতির মধ্যেও গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। আর কী কী কারণে এই দিনটি বিশেষ তা জেনে নেওয়া যাক।
আজ যাঁদের জন্মদিন:
১৯৬৮ সালের ১৪ জানুয়ারি ফিকশন-থ্রিলার লেখক কুলপ্রীত যাদব, জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৭ সালের আজকের দিনে রেসিং ড্রাইভার কুমার রাম নারায়ণ কার্তিকেয়ান জন্মগ্রহণ করেন। ভারতের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার ছিলেন তিনি। ১৯৫০ সালের আজকের দিনে জগদগুরু রামানন্দাচার্য স্বামী রামভদ্রাচার্য জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতীয় হিন্দু আধ্যাত্মিক নেতা, শিক্ষাবিদ, সংস্কৃত পণ্ডিত, বহুভুজ, কবি এবং লেখক ছিলেন। ১৯৮০ সালের আজকের দিনটি রাহুল আগরওয়ালের জন্মদিন। তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। ১৯৯৮ সালের এই দিনে গায়ক এবং ইন্ডিয়ান আইডলের ১০ তম সিজনের বিজয়ী সলমান আলি জন্মগ্রহণ করেন।
১৫৫১ সালের আজকের দিনে মুঘল সম্রাট আকবরের গ্র্যান্ড উজিয়ার আবুল-ফজল ইবনে মুবারকের জন্ম হয়। ১৯০৫ সালের আজকের দিনে অভিনেত্রী দুর্গা খোটে জন্মগ্রহণ করেছিলেন। নারায়ণ প্রসাদ দাসজী স্বামী ১৯২১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বামীনারায়ণ সম্প্রদায়ের অন্যতম বিখ্যাত স্বামী এবং তিনি এই সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য কাজ করেছেন। ১৯২৬ সালে ১৪ জানুয়ারি বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মদিন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৯৭০ সালের আজকের দিনে মৃত্যু হয় স্বাধীনতা সংগ্রামী মাথাই মঞ্জুরানের। হিন্দি সিনেমা এবং ভোজপুরি সিনেমার সঙ্গীত পরিচালক চিত্রগুপ্ত ১৯৯১ সালের আজকের দিনে প্রয়াত হন।
আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়
১৭৬১ সালের এই দিনে ঘটেছিলো পানিপথের তৃতীয় যুদ্ধ। শতাব্দীর বৃহত্তম যুদ্ধগুলির মধ্যে একটি। যুদ্ধে আনুমানিক ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষ নিহত হয়েছিলেন এবং প্রায় ৪০ হাজার মারাঠা বন্দীদের পরে গণহত্যা করা হয়েছিল। ১৯৪৬ সালের আজকের দিনে গঙ্গায় জেটি ধসে-১৬০ হিন্দু তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। ২০১১ সালের আজকের দিনে ভারতের কেরালার সবরিমালার কাছে পদদলিত হয়ে ১০৪ জন ভক্ত নিহত হন এবং আরও ১০০ জন আহত হয়েছিলেন। ভারতে প্রতি বছর ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হয়।