১১ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, দেখে নিন
Connect with us

আন্তর্জাতিক

১১ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, দেখে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ১১ জানুয়ারি। এই দিনটির বিশেষত্ব দেখে নেওয়া যাক।

আজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন:

১৯৫৪ সালের ১১ জানুয়ারি সমাজ সংস্কারক কৈলাশ সত্যার্থী জন্মগ্রহণ করেন। তিনি ভারতে শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। ১৯৫৫ সালের এই দিনটি বিশিষ্ট কণ্ঠশিল্পী আশা খাদিলকারের জন্মদিন। ১৯৬৯ সালের আজকের দিনে প্রাক্তন ভারতীয় মডেল ও অভিনেত্রী অনু আগরওয়ালা জন্মগ্রহণ করেন।

Advertisement

১৯৭৩ সালের আজকের দিনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালের এই দিনটি আম্রপালি দুবের জন্মদিন। তিনি একজন অভিনেত্রী এবং ভোজপুরি ছবিতে তিনি কাজ করেন। ১৯৯১ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালের আজকের দিনে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ জন্মগ্রহণ করেন। ১৯২৩ সালের ১১ জানুয়ারি ভারতীয় টেনিস খেলোয়াড় সুমন্ত মিশ্র জন্মগ্রহণ করেছিলেন।

আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:

১৯৬৬ সালের আজকের দিনে মৃত্যু হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর। ১৯৯৮ সালের আজকের দিনে চন্দ্রশেখর বামন গড়করির মৃত্যু হয়। তিনি ছিলেন একজন ভারতীয় টেস্ট ক্রিকেটার। ২০১২ সালের ১১ জানুয়ারি বীরমাচিনেনি মধুসূদন রাওয়ের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

Advertisement

আর যে সকল কারণে আজকের দিনটি মনে রাখার মতো:

১৭৭৯ সালের আজকের দিনে চিং-থাং খোম্বা মণিপুরের রাজার মুকুট লাভ করে শাসনভার গ্রহণ করেন ।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.