৮ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন
Connect with us

আন্তর্জাতিক

৮ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ৮ ফেব্রুয়ারি, এই দিনটি স্বাভাবিক নিয়মেই অন্যান্য দিনের থেকে পৃথক। আর সেটা কেন, তা দেখে নেব।

আজ যাঁদের জন্মদিন:

১৮৯৭ সালের ৮ ফেব্রুয়ারি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেনের জন্মদিন। ১৯৪১ সালের এই দিনটি বিখ্যাত ভারতীয় গজল গায়ক ও সুরকার জগজিৎ সিঙের জন্মদিন। তাঁকে ‘গজল কিং’ও বলা হয়। ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, অধিনায়ক ও রাজনীতিবিদ মহম্মদ আজহারউদ্দিন। ১৯৬৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সন্তোষ সিভান। তিনি একজন পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রযোজক এবং অভিনেতা ছিলেন। ১৯৯০ সালের আজকের দিনে অভিনেতা ঈশিতা রাজ শর্মা জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯৭ সালের এই দিনটি আনারকলি মারিকার
জন্মদিন। তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৫১ সালের ৮ ফেব্রুয়ারি লেখক অশোক চক্রধরের জন্মদিন।

Advertisement

আজ যাঁদের মৃত্যুদিন:

২০১৬ সালের আজকের দিনে প্রয়াত হন কবি ও গীতিকার নিদা ফজল।

আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:

Advertisement

১৮৬২ সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে জামালপুরে ভারতে প্রথম পূর্ণাঙ্গ রেলওয়ে ওয়ার্কশপ স্থাপন করে। ১৯৪৩ সালের এই দিনে নেতাজি সুভাষ চন্দ্র বসু জার্মানির কেল থেকে নৌকাযোগে জাপানের উদ্দেশ্যে রওনা হন। ১৯৮৬ সালের আজকের দিনে প্রথমবারের মতো দিল্লি বিমানবন্দরে প্রিপেইড ট্যাক্সি পরিষেবা শুরু। ২০০৭ সালের এই দিনে এক অদ্ভুত ঘটনা ঘটে। সেটি হল, একটি বস্তু আকাশ থেকে পড়ে রাজস্থানে। এবং তার কারণে ৩ জনের মৃত্যু হয়েছিল। যদিও পরে সেই বস্তুটি একটি উল্কা ছিল বলে ধারণা করা হয়েছিল। আজ ৮ ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিন। এই দিনটি ‘প্রপোজ ডে ‘ হিসাবে পরিচিত।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.