২৫ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন
Connect with us

আন্তর্জাতিক

২৫ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ২৫ ফেব্রুয়ারী। আজকের দিনটির বিশেষত্বগুলো জেনে নেবো।

আজ যাঁদের জন্মদিন:

১৮৮৪ সালের ২৫ ফেব্রুয়ারি গান্ধীবাদী রবিশঙ্কর ব্যাস জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, সমাজকর্মী ছিলেন। ১৮৯৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মেহের বাবা। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু। ১৯৪৮ সালের আজকের দিনে জনপ্রিয় অভিনেতা ড্যানি ডেনজংপা জন্মগ্রহণ করেন। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, গায়ক এবং চলচ্চিত্র পরিচালক। ১৯৭৪ সালের আজকের দিনটি অভিনেত্রী দিব্যা ভারতীর জন্মদিন।

Advertisement

যদিও আজ তিনি আমাদের মধ্যে আর নেই। তবুও তাঁর অভিনয় আজও সকলকে মুগ্ধ করে। ১৯৮১ সালের আজকের দিনে অভিনতা শাহীদ কাপুর জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালের আজকের দিনটি আলি গনির জন্মদিন। তিনি একজন অভিনেতা। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ১৯৯২ সালের আজকের দিনে সানিয়া মালহোত্রা জন্মগ্রহণ করেছিলেন। সানিয়া একজন অভিনেত্রী যিনি হিন্দি ছবিতে কাজ করেন। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা জন্মগ্রহণ করেন।

আজ যাঁদের মৃত্যুদিন:

১৯৭০ সালের আজকের দিনে প্রয়াত হন মান্নাথু পদ্মনাভন। তিনি একজন সমাজ সংস্কারক এবং কেরালার স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ২০০০ সালের আজকের দিনে প্রয়াত হন কুথিরাভাত্তম পাপ্পু। যিনি একজন জনপ্রিয় ভারতীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন। ২০০৭ সালের আজকের দিনে মালয়ালম কবি, গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা পি ভাস্করন আজকের দিনে প্রয়াত হন। ২০০৮ সালের আজকের দিনে হান্স রাজ খান্না প্রয়াত হয়েছিলেন। তিনি ছিলেন ভারতীয় বিচারক, আইনবিদ এবং আইনজীবী।

Advertisement

আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:

১৯৬২ সালের আজকের দিনে ইন্ডিয়া কংগ্রেস পার্টি নির্বাচনে জয়লাভ করে। জওহরলাল নেহরু টানা তৃতীয় বার জয়লাভ করেন। ১৯৯৫ সালের আজকের দিনে ভারতের অসমে ট্রেনে বিস্ফোরণে ২৭ সেনা নিহত হয়েছিল। ২০১২ সালের আজকের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও-এন্ডেমিক দেশের তালিকা থেকে ভারতকে বাদ দেয়।

Advertisement