২৩ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন
Connect with us

ভাইরাল খবর

২৩ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আজ ২৩ ফেব্রুয়ারি। এই দিনটির বিশেষত্বগুলো জেনে নেবো

আজকে যাঁদের জন্মদিন:

১৮৪০ সালের ২৩ ফেব্রুয়ারি প্রসিদ্ধ বাঙালি লেখক, নাট্যকার এবং সমাজসেবী কালীপ্রসন্ন সিংহ তাঁর জন্মগ্রহণ করেন। ১৮৭৬ সালের আজকের দিনে মহারাষ্ট্রের সাধু-সন্ত এবং সমাজ সংস্কারক গাদগে মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। ১৮৯৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন হেম সিং প্রুথি। তিনি একজন কীটবিজ্ঞানী। এবং তিনি ইম্পেরিয়াল এনটোমোলজিস্ট হিসাবে কাজ করেছিলেন। ১৯৬৭ সালের এইদিনে লেখক, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৯ সালের আজকের দিনে আইয়ুব খান জন্মগ্ৰহণ করেন। তিনি একজন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। ১৯৬৯ সালের আজকের দিনে অভিনেত্রী ভাগ্যশ্রী জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালের এই দিনে শ্রীনিবাস রেড্ডি জন্মগ্রহণ করেন। তিনি একজন কৌতুক অভিনেতা, প্রযোজক ও পরিচালক। ১৯৭৪ সালের আজকের দিনটি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির জন্মদিন। ১৯৮২ সালের আজকের দিনে করণ সিং গ্রোভার জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মডেল ও জনপ্রিয় অভিনেতা। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রী এবং মডেল ওয়ারিনা হুসেন জন্মগ্রহণ করেন।

Advertisement

আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:

১৯৬৯ সালের আজকের দিনে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মধুবালা প্রয়াত হন। ১৯৬৯ সালের আজকের দিনে মৃত্যু হয় বৃন্দাবন লাল ভার্মার। তিনি একজন বিখ্যাত হিন্দি সাহিত্যিক ছিলেন। ২০০৪ সালের আজকের দিনটি বিজয় আনন্দের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক এবং অভিনেতা। ২০১১ সালের আজকের দিনে নির্মলা শ্রীবাস্তব প্রয়াত হন। তিনি শ্রী মাতাজি নির্মলা দেবী নামে পরিচিত। সহজ যোগের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

আর যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:

Advertisement

১৯৫৪ সালের আজকের দিনে দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থার (SEATO) প্রথম কাউন্সিল সভা হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আজকের দিনটি বিশ্বশান্তি ও বোঝাপড়া দিবস হিসেবে পালিত হয়।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.