১৭ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, দেখে নিন
Connect with us

আন্তর্জাতিক

১৭ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, দেখে নিন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ১৭ ফেব্রুয়ারি। এই দিনটি কেন বিশেষ, তা জেনে নেব।

আজ যাঁদের জন্মদিন:

১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলার কবি, লেখক, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৫ সালের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রবি ট্যান্ডন জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালের এই দিনেই কে চন্দ্রশেখর রাও জন্মগ্রহণ করেন। তিনি একজন রাজনীতিবিদ এবং তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী। ১৯৮৩ সালের আজকের দিনটি চলচ্চিত্র অভিনেতা অরুণোদয় সিঙের জন্মদিন। ১৯৮৪ সালের আজকের দিনে অভিনেত্রী সাধার জন্মগ্রহণ করেন। তিনি প্রধানত দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করেন। ১৯৮৫ সালের ১৭ ফেব্রুয়ার দিনটি শিবকার্থিকেয়নের জন্মদিন। তিনি একজন তামিল চলচ্চিত্র অভিনেতা, প্লেব্যাক গায়ক, প্রযোজক, ও গীতিকার।

Advertisement

আজ যাঁদের মৃত্যুদিন:

১৯৮৬ সালের আজকের দিনে প্রয়াত হন ভারতীয় দার্শনিক, বক্তা এবং লেখক জিদ্দু কৃষ্ণমূর্তি। ২০০৯ সালের আজকের দিনে প্রয়াত হন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী মালবিকা কানন। ২০১৭ সালের আজকের দিনটি হিন্দি ভাষার জনপ্রিয় ঔপন্যাসিক বেদ প্রকাশ শর্মার মৃত্যুদিন ।

আর যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:

Advertisement

রান্ডম অ্যাক্টস অফ কাইন্ডনেস ডে, ১৭ ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনটি মানুষের মধ্যে দয়া ভাব জাগাতে এবং দয়ামূলক কাজকে উৎসাহিত করতে পালন করা হয়। ১৯০৪ সালের আজকের দিনে গিয়াকোমো পুচিনির ইতালির মিলানের লা স্কালা থিয়েটারে অপেরা ম্যাডাম বাটারফ্লাই প্রিমিয়ার হয়। ১৯৭২ সালের আজকের দিনে ১৫,০০৭,০৩৪ তম ভক্সওয়াগেন বিটল অ্যাসেম্বলি লাইন থেকে পড়ে যায়।