দেশের খবর
১৫ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ। আজ ১৫ ফেব্রুয়ারি। এই দিনটি কেন বিশেষ, তা জেনে নেব।
আজ যাঁদের জন্মদিন:
১৬৩৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুঘল রাজকন্যা এবং সম্রাট আওরঙ্গজেবের জ্যেষ্ঠ সন্তান জেব-উন-নিসা জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৪ সালের আজকের দিনে জন্ম হয় শিল্পী কে জি সুহ্মমণ্যমের। তিনি আধুনিক ভারতীয় শিল্পকলার অন্যতম পথিকৃৎ। ১৯৩৯ সালের আজকের দিনটি সি রাধাকৃষ্ণানের জন্মদিন। তিনিনি মালয়ালম ভাষায় লেখক ও চলচ্চিত্র পরিচালক ছিলেন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন রণধীর কাপুর। তিনি বলিউড চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। ১৯৬৪ সালের ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক আশুতোষ গোয়ারিকর জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের আজকের দিনে অভিনেত্রী কবিতা কৌশিক জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালের আজকের দিনে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মীরা জেসমিন জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালের ১৫ ফেব্রুয়ারি ফুটবলার আনাস ইদাথোদিকা জন্মগ্রহণ করেন। তিনি একজন পেশাদার ফুটবলার। যিনি ভারতীয় ক্লাব এটিকে এবং জাতীয় ফুটবল দলে সেন্টার ব্যাক হিসেবে খেলেন।
আজ যাঁদের মৃত্যুদিন:
১৮৬৯ সালের আজকের দিনে প্রয়াত হন মুঘল সাম্রাজ্যের শেষ সময়ের বিশিষ্ট উর্দু ও ফার্সি কবি মির্জা গালিব। ১৯৪৮ সালের এই দিনে মৃত্যু হয়েছিল কবি সুভদ্রা কুমারী চৌহানের। তাঁর সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলির মধ্যে একটি হল “ঝাঁসি কি রানি”। ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন তেজ সিং প্রভাকর বাহাদুর। তিনি ছিলেন আলওয়ারের শেষ শাসক মহারাজা।
আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:
১৯০৩ সালের এই দিনে প্রথম টেডি বিয়ার বিক্রি হয়। ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি জাপানিদের কাছে ব্রিটিশদের আত্মসমর্পণের বার্ষিকীকে স্মরণ করার জন্য সিঙ্গাপুরে প্রতি বছর টোটাল ডিফেন্স ডে পালিত হয়।