আন্তর্জাতিক
১৭ ডিসেম্বর দিনটি কেন স্মরণীয়, দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৭ ডিসেম্বর দিনটি অন্য দিনের থেকে আলাদা কেন, তা দেখে নিন।
এই দিনে যাঁদের জন্মদিন
১৯৪৬ সালের ১৭ ডিসেম্বর বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ সুরেশ ওবেরয় একজন জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭২ সালের আজকের দিনে বলিউড অভিনেতা জন আব্রাহাম জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের ১৭ ডিসেম্বর ব্যবসায়ী এবং টিভি ব্যক্তিত্ব শচীন শ্রফ জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের আজকের দিনটি বৈভাবী বণিক এর জন্মদিন। ইনি একজন কোরিওগ্রাফার এবং বলিউড ছবিতে কাজ করছেন। ১৯৭৯ সালের আজকের দিনে অভিনেতা এবং প্লেব্যাক গায়ক ইন্দ্রজিৎ সুকুমারন জন্মগ্রহণ করেছিলেন।
১৮৮৫ সালের ১৭ ডিসেম্বর লখাজিরাজসিংহজি দ্বিতীয় ,যিনি রাজকোটের শাসক ছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। ১৯০৫ সালের আজকের দিনে ভারতের ১১তম প্রধান বিচারপতি মহম্মদ হিদায়াতুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪১ সালে অভিনেতা বিজু খোটে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিন্দি এবং মারাঠি মিলিয়ে ৪৪০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী
২০০৭ সালের আজকের দিনে হরি ওম শরণের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন ভারতীয় হিন্দু ভক্তিমূলক গায়ক এবং গীতিকার। ২০০৮ সালে বেদ প্রকাশ গোয়েল এই দিনে পরললোক গমন করেন। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের নৌপরিবহন মন্ত্রী ছিলেন। ২০০৯ সালের ১৭ ডিসেম্বর জনপ্রিয় কন্নড় চলচ্চিত্র পরিচালক জে চান্দুলাল জৈন প্রয়াত হন। প্রায় ৪০টি চলচ্চিত্রের প্রযোজনা করে ছিলেন তিনি।
এছাড়াও যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়
১৯৬১ সালের আজকের দিনে গোয়া সহ আরও ২টি পর্তুগিজ উপনিবেশ দখল করে ভারত। ১৯৭১ সালের এই দিনে কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়। ১৯৭২ সালের ১৭ ডিসেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরে নিয়ন্ত্রণের নতুন লাইন তৈরি হয়।