কন্যা রাশি
একনজরে দেখে নিন আজকের রাশিফল

বেঙ্গল এক্সপ্রেস: রাশিফল প্রতিদিন একনজরে দেখে নেওয়া টা একরকম নিজেকে সঠিক পথে চালনা করা বা বুদ্ধিমতার কাজ। নিজের স্বাস্থ্য বা স্ত্রী- সন্তানের স্বাস্থ্য, পরিবারের ও নিজের আয়-ব্যায়, চাকরি বা ব্যবসা, কেমন যাবে কেমন কাটবে আপনার দিন? জানুন আজকের রাশিফল ।
মেষ রাশস: আজকের দিনটি বেশ উন্নতির দিন, সঠিক পথে চলার জন্য পরিবারের মান বৃদ্ধি পাবে,
পুলিশে চাকরি করেন এমন ব্যাক্তির বড় সাফল্য আসবে। স্ত্রী ও সন্তানের সাথে দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে, ভোজন প্রেমিক ব্যাক্তিরদের নতুন হাতের খাবার পাতে আসতে পারে। তবে জল থেকে দূরে থাকুন, রাস্তা পারাপারের সময় সতর্ক থাকুন ।
বৃষ রাশি: অযথা বাড়তি চিন্তার কারনে হতাশায় ভুগতে পারেন, তবে ভালো বন্ধুর সানিধ্যে গেলে বিপাক থেকে রক্ষা পাবেন। নেতা বা সমাজসেবীদের জন্য জনকল্যাণ মূলক নতুন কাজের খোঁজ আসবে । স্ত্রী ও সন্তানের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকবে, আধ্যাত্মিক পথে ধাবিত হবার জন্য ভালো শুভ একটি দিন আপনার জন্য ।
মিথুন রাশি: পুরনো শত্রু মাথা চারা দিয়ে উঠতে পারে, তবে ক্ষতি করতে পারবে না। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। নিজের পিতৃ সম্পত্তি পাবার যোগ রয়েছে । স্ত্রীর শারিরক অবস্থা ভালো যাবে না, সন্তানের পড়াশুনায় উন্নতি ঘটবে।
কর্কট রাশি: অকারণে স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে, নিজের বন্ধুদের সাথে নতুন ব্যাবসা করার যোগ রয়েছে। ভালো কাজের জন্য পরিবারের সম্মান বৃদ্ধি পাবে। মা বাবার প্রতি নম্রতা দেখান ভবিষৎ উন্নতি হবে।
সিংহ রাশি: শরীরের ফিটনেস ঠিক করার জন্য , উঠে পরে লাগবে। বেলা গড়ালে শুভ সংবাদ আসবে, লটারি বা ফাটকা টাকা পাবার যোগ রয়েছে। স্ত্রী সন্তানের শারীরিক অবনতি দেখা দিতে পারে। ভ্রমণ পিপাসুদের জন্য নতুন সুযোগ আসবে ভ্রমণের। ভোজন রসিক দেরও খুশির সংবাদ, নতুন হাতের রান্না খাবার ভাগ্য খুলবে।
কন্যা রাশি: দিনটি আপনার জন্য নয়া উদ্দীপনা জোগাবে, দীর্ঘদিনের পাওনা ফেরত পাবেন।
বাবার সাথে তর্কে জড়াতে পারেন তবে, পারিবারিকি সীমাবদ্ধ থাকবে। মায়ের সাথে তীর্থস্থানে ভ্রমণের যোগ রয়েছে। লটারি পাইবার যোগ আছে, শুভ সংখ্যা দেখে নিন। বোন বা দিদির সাথে অহেতুক কথা কাটাকাটি লাগতে পারে। স্ত্রী সন্তানের শারীরিক অবস্থান আগের থেকে উন্নত হবে।
তুলা রাশি: শারীরিক সমস্যা দেখা দিতে পারে যেমন, গা,হাত ও পা ব্যেথা করা। দিনের শুরুতে টাকা পাবার যোগ রয়েছে, মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে তবে চিন্তার কোন কারন নেই ।
স্ত্রীর সাথে অহেতুক কথা কাটাকাটি লাগবে।
বৃশ্চিক রাশি: সকালে পুরনো বন্ধুর সাথে দেখা হতে পাবেন। বিবাদ মামলা নিয়ে কোর্ট পর্যন্ত যেতে হতে পারে। পারা প্রতেবেসি দের সাথে তর্কে জড়াবেন না। পরিবারের শান্তি অক্ষুণ্ণ থাকবে। মা এর সাথে দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। বিবাহের যোগ রয়েছে।
ধনু রাশি: নিজের উদ্যোগে সাফল্য পাবেন, বন্ধুর সাথে দূরে কোথাও ভ্রমণে যাবার সম্ভাবনা রয়েছে ।
পরীক্ষাতে ভালো ফল পাবেন । আপনার ঘুমের প্রয়োজন। ব্যাঙ্ক কর্মীদের বাড়তি কাজের চাপ আসবে।
ভোজন রসিকদের আজ দিনটি সেরা। পরিবারের সাথে ভ্রমণের যোগ রয়েছে।
মকর রাশি: দিনটি আপনার জন্য শুভ, দীর্ঘদিনের পাওনা ফেরত পাবেন। বাবার সাথে তর্কে জড়াতে পারেন তবে, পারিবারিকি সীমাবদ্ধ থাকবে। লটারি পাইবার যোগ আছে, শুভ সংখ্যা দেখে নিন। বোন বা দিদির সাথে অহেতুক কথা কাটাকাটি লাগতে পারে।
কুম্ভ রাশি: বহুদিন পর পরিবারের সকল সদস্য একত্রিত হবার যোগ রয়েছে। জমি সংক্রান্ত পুরনো বিবাদ থেকে রেহাই পাবেন। স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে। দিনটা কর্ম ব্যাস্ততার মধ্যে কাটলেও রাতে বন্ধুদের সাথে আড্ডা হতে পারে।
মীন রাশি: শরীরকে ঠিক রাখার জন্য প্রতিদিন নিয়ম করে ব্যায়াম ও যোগাসন করুন।
সুগার হবার চান্স রয়েছে ৪০ বছরের বেশি মানুষদের । ভালো করে সিদ্ধান্ত নিলে আপনি পরিবারের কাছে নয়নমণি হয়ে উঠবেন। রাজনৈতিক কর্মীদের ভালো যোগ রয়েছে। শনিবারে বেগুন খাবেন এবং ভুলেও উত্তর পূর্ব দিকে প্রস্রাব করবেন না। স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন সম্পর্ক মজবুত হবে।